ম্যাবের সাথে ঝিনাইদহ পৌরসভার সমঝোতা স্মারক স্বাক্ষরিত BD News Ajker Khobor - Bangla News 24 - Bangladesh News 24 - Bdnews24 Bangla | NBS

ম্যাবের সাথে ঝিনাইদহ পৌরসভার সমঝোতা স্মারক স্বাক্ষরিত BD News Ajker Khobor





ম্যাবের সাথে ঝিনাইদহ পৌরসভার সমঝোতা স্মারক স্বাক্ষরিত | BD News Ajker Khobor



► Subscribe Now: https://goo.gl/zcXx9A 🔔 Stay updated!



জাহিদুর রহমান তারিক - মানববর্জ্য ও কার্যকরী স্যানিটেশন ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ পৌরসভা সমিতি (ম্যাব)’র সাথে ঝিনাইদহ পৌরসভার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ পৌরসভায় এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ম্যাব’র পক্ষ থেকে সমিতির মহা-সচিব রফিকুল ইসলাম কোতোয়াল ও ঝিনাইদহ পৌরসভার পক্ষ থেকে পৌর মেয়র সাইদুল করিম মিন্টু এ স্বাক্ষর করেন। এসময় জেলা প্রশাসক প্রশাসন সরোজ কুমার নাথসহ পৌরসভার বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন। বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে এ প্রকল্পটি চলবে ২০২০ সাল পর্যন্ত। দেশের ৫ টি পৌরসভায় বাংলাদেশ পৌরসভা সমিতি এ প্রকল্প বাস্তবায়ন করবে। প্রকল্পটি মানব বর্জ্য ব্যবস্থাপনা, কার্যকরি স্যানিটেশন ব্যবস্থাপনাসহ দ্বিতীয় প্রজন্মের স্যানিটেশন চ্যালেঞ্জ মোকাবেলা করবে। এসডিজি’র ৬ নম্বর লক্ষ্যমাত্রা ‘সবার জন্য বিশুদ্ধ পানি ও স্যানিটেশন’ অর্জনে ভূমিকা রাখবে।

কোন মন্তব্য নেই

If you have any doubts. Please let me know.

Blogger দ্বারা পরিচালিত.