আয়ূব বখত জগলুল ছিলেন একজন সাদা মনের অসাম্প্রদায়িক মানুষ: পরিকল্পনামন্ত্র...
আয়ূব বখত জগলুল ছিলেন একজন সাদা মনের অসাম্প্রদায়িক মানুষ: পরিকল্পনামন্ত্রী
কুলেন্দু শেখর দাস -
পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন এই সুনামগঞ্জ শহর প্রয়াত মেয়র আলহাজ¦ আয়ূব বখত জগলুলের শহর,মুক্তিযুদ্ধের শহর,উন্নয়নের শহর আর অসাম্প্রদায়িকতার শহর। জগলুল তার জীবদ্দশায় অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে একজন সাদা মনের মানুষ হিসেব এই শহরকে মাদকমুক্ত,সস্ত্রাসমুক্ত একটি পরিচ্ছন্ন আধুনিক শহর গড়াঁর জন্য মানুষের কল্যানে কাজ করে গেছেন। জগলুলের স্বপ্নঁ ছিল এই শহরে একটি আধুনিক পার্ক নির্মাণ করা,সুইমিং পুল,হকার্স মার্কেট,একটি ভাল মানের কমিউনিটি সেন্টার ও একটি ব্যায়ামাগার নির্মাণে।
কোন মন্তব্য নেই
If you have any doubts. Please let me know.